এ এক উল্টো রাজার দেশ
এ এক উল্টো রাজার দেশ
সান্ত্রী মন্ত্রী পাত্র মিত্র
টানছে জেলের ঘানি।
তাদের দুঃখে বক্ষ ফেটে
রানীর চোখে পানি।
(জানো) কেস খেয়েছে কেষ্টা
পিছনে (বুঝি) কেউ নষ্টা।
চলছে ভাল দেশটা
আহা বেশ বেশ বেশ!


সুযোগ বুঝে কেও কেও
জ্বালামুখী ঘেউ ঘেউ।
করছে কেউ ম্যাও ম্যাও
(যখন) লেগেছে পিছনে ফেও।
চাচা আপন প্রাণটা বাঁচা
চায়না সোনার খাঁচা।
বাঁচার সেকি চেষ্টা
উৎরে দাওনা কেসটা।
চলছে ভাল দেশটা
আহা বেশ বেশ বেশ!


চোরের মায়ের বড় গলা
তেমনি তাঁর চলা বলা।
জড়িয়ে গায়ে নামাবলি
ঝরায় মুখে হাজার বুলি ।
দুরুম দারাম পটকা পটাশ ।
কথায় কথায় ফেলছে লাশ।
দানে ধ্যানে মনোনিবেশ
চায়ছে রাজা ভিকিরির দেশ
আমরা আছি বেশ। আহা বেশ বেশ
এ এক উল্টো রাজার দেশ!


এমন কি আর চলবে?
(শুধু) কথায় চিড়ে ভিজবে?
সরিয়ে দাও এই হাহাকার
জানিয়ে দাও এদেশ আমার
লক্ষ মুখে ফুটবে আবার
দেখতে চাই চাঁদের পাহাড়।
স্বপ্নের দিন আনব সবার
গ্রাম নগরে মিছিল আবার।
সেই আমাদের দেশ।
আমরা থাকব বেশ। আহা বেশ বেশ।