বাবুই পাখীর মতন ঠোঁটে করে সম্পর্কের বাসা বুনি,
একা থাকার অছিলায় আগুন জ্বেলে দিয়েছে সব গুণী।


তারাভরা রাতে উন্মাদের মতন খুঁজে খুঁজে আমি ক্লান্ত
তখনি বাতাসের ঢেউ আঁচলে মুছিয়েছ স্বেদ অবিশ্রান্ত।


ফুলের মতন স্নিগ্ধতা ছড়িয়ে পরিবেশ রচে ছিলে
তারপর কেন ধীরে ধীরে সুদূরে হারিয়ে গেলে।


নদীর মতন স্বপ্ন আশার নৌকা ভাসিয়ে দেবো
শুখা সে নদী মাটি ফুটিফাটা এখন কোথায় যসুখ?


হায়েনার মতন চোখ যাহাদের কপালে পড়ছে টিকা
রক্তে মাংসে বিরোধ ঘটাতে তারা করছে লেখাজোখা।