ভালো আছি বলতে পারছি কোথায়
একরাশ কালো মেঘে বৃষ্টি মেয়ে নিরুদ্দেশ।
প্রতিশ্রুতির ময়দানে শহীদ আমার সন্তান
নিওনের আলোয় শুধু আঁধার উলঙ্গ দীর্ঘশ্বাস।
কার দালানে শুনি অবিরত ঝুলনের গান
জয় জয় জয় অগাধ মানুষের সুনামি দান।
গনতন্ত্রের পূজার বলি শ্রীরাধিকার স্বামী স্বন্তান
কেঁপে কেঁপে ওঠে চাপা কান্নায় কবর শশ্মান।


ভালো আছি বলতে পারবনা
ভালো নেই তাও বলতে পারবনা
ভিক্ষাপাত্রে ভিক্ষা হয়তো তাও জুটবেনা
জানিনা এ কোন স্বর্গরাজ্য নাম তাঁর জানিনা।



*আজকের কবিতা কবি রণজিৎ মাইতির সৌজন্যে উৎসর্গ করা হল।