বাড়া ভাতে জুই গন্ধ
জ্যোৎস্না মাখে থালা।
অসীম পরিতৃপ্তি চোখে
ভাত বাড়ছে বালা।


আজ জুটেছে কাল কি হবে
ভাবছে মরদ এক সাগর।
পাশে এসে হেসে বলে
নাহয় করব কাজের যোগাড়।


তুই কেন যাবি নদীর ওপার
মুখটি বুজে থাকবি ঘরে।
যেমন পারি দুমুঠো আনব
মান সম্মান খোয়াতে চাইনারে।


মন দিয়ে শোন আমার কথা
জুড়িয়ে যাবে সবটা ব্যথা।
কাজ পেয়েছি খাতা লেখার
তাইতো আমি যাবো সেথা।


হাসতে হাসতে মরদ বলে
ধন্য আমায় করলি রে বউ।
তুই যে আমার বিদ্যাধরী
মৌচাকেতে জমিয়ে রাখা মউ।