পৃথিবী জুড়ে এখন কেবল গ্রীষ্মকাল
তবু তুমি আর আমি এক চাদরেই।
দীর্ঘ থেকে দীর্ঘতর এক একটা রাতে,
চোখে চোখ রেখে আমরা বর্ষা নামাই।
যেন কৃষ্ণপক্ষ জলের স্রোতধারা।
তোমাকে চাঁদ বলি, জ্যোৎস্নায় ভিজে ভিজে উষ্ণতার সময়টুকুই তুমি।
ওটুকুই তোমার প্রেম।
আমি প্রিয় কালো দিঘীর পাড়ে বসে তোমার নাম ধরে ডাকি।
ও ও ও জ্যোৎস্না রাতের জো-না-কী
তুমি নিকষ কালো অন্ধকারে নেমে আসো।
সান্ধ্য পাখিরা উড়ে যায় নীড়ে
একের ভেতর হাজার পুরুষ হয়ে আমি হাঁটি তোমার পথ ধরে......