পুরনো ডায়েরীতে লেখা মিথ্যে কবিতার মত,
বিধ্বস্ত আয়নায় ঘোলাটে প্রতিবিম্বের মত,
অশরীরির ছায়া আমাকে ঘিরে রাখে
কখনো নগ্ন পায়, কখনো চিবুকে তারা লুটুপুটি খায়।
অর্ধচন্দ্রের ম্রিয়মাণ আলোয় তার ছায়া দেখার
আশায় উৎসুক কয়েকটি চড়ুই,
দক্ষিণের জানালায় ডানা গুটিয়ে বসে থাকে
তারপর যখন রাতের জ্যোৎস্না তাদের ছুঁয়ে দেয়,
অবিচ্ছিন্ন স্বপ্নের মতন কয়েক টুকরো ভালবাসা
নীড়ে ফেরা পাখির মত
আমার রাত আলোর মাঝে আলোর ছায়া খুঁজে
বিনিদ্র অথবা কারো বুকে জড়িয়ে থেকে।