বেলা শেষে হিসাব কষে
মিলাও তোমার হিসাব খানি;
ধরণীর আলো নাকো রবে
কুপি বাতির তেল ফুরাবে
তখন কিন্তু দূর হবে না-
ভুল হিসাবের পেরেশানি।

এই হাট নয় রে তোমার
এই হাট হলো বেচা-কেনার
লাভের হিসাব জুটাবে আহার
ক্ষতির হিসাব মিলবে না আর
কোমর গুছে বেঁধে ফেলো-
টাকাকড়ির থলে খানি।

পুঁটলি করে সব মালামাল
ও হাটুরিয়া দাও গো সামাল
ছাড়োগো বাজার  তাড়াতাড়ি
ফিরোগো তব নিজের বাড়ি।
বাড়িতে আজ নাইরে আপন
সবাই মত্ত একি মহাআয়োজন!
সূক্ষ্মাতিসূক্ষ্ম মিলাচ্ছে হিসাব-
তিনিই বাড়িওয়ালা মহাজন।।