ফাগুন কি এসেছে ভবে!
কই? প্রজাপতির উড়াউড়ি,
ঘোমটা পরে সকালটা আজ,
খেলছে লুকোচুরি।


মাধুবী লতা নাচিছে নাকো,
ঐ গন্ধ ভরা ফুলে,
দখিনা হাওয়া বইছে নাকো,
মনে ছন্দ তুলে।


কচি গাছের কচি পাতারা
দেয়নি বুঝি  উঁকি,
সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে,
উলঙ্গ সব শাখী।


কাকেরা বসে আছে শুনতে
কোকিলের গান;
কৃষ্ণচূড়া আর পলাশ বিহীন
এই ফাগুনটা নিষ্প্রাণ।