সে এসেছিল শিমুল তুলায় চড়ে, ফাল্গুনের বাতাসে কোমর দুলিয়ে,
দুয়ারে এসে করেছিল নিবেদন মিশে যেতে মাতাল হাওয়ায়,
ফিরিয়ে দিয়েছি তারে,
প্রেম নয়, যুদ্ধে যেতে হবে।


সে এসেছিল বৃষ্টির অবিরল ছল ছল ধারা নিয়ে চোখ ভরে,
বাতায়নে নিশব্দে ঝরেছে দিনভর,
নিবেদন করেছিল একটু ভিজতে,
ফিরিয়ে দিয়েছি তারে,
প্রেম নয়, যুদ্ধে যেতে হবে।


সে এসেছিল শীতের চাদর মাখিয়ে সারা গায়ে,
উনুনে বসে বসে পিঠা বানিয়ে
অনুরোধে বলেছিল উৎসবের স্বাদ নিতে,
ফিরিয়ে দিয়েছি তারে।
এখন যে আবেগকে প্রশ্রয় দেয়ার সময় নয়,
আমার যুদ্ধে যেতে হবে।


আজ আর যুদ্ধ নেই।
শান্তি চুক্তি হয়েছে।
এক পা হারিয়েছি।
ঘর নেই, উনুন নেই।
ফাল্গুন, আষাঢ়, শীত নেই।
তার আসার রাস্তা নেই।
শত্রুর ভালবাসা বলে,
যুদ্ধের বলি হয়ে
আমার সে আর নেই।