স্থির ব্যকুলতা তোরই স্মরনে
আধার কলমিলতা জোনাকির পানে,
স্তব্ধ বাতাস বইছে হৃদয় ও গহীনে
নিশ্চুপ কোলাহল বুঝি অনুর নীড়ে।


যন্ত্রনায় ভরপুর মগজ চলছে
বেদনাহীন মন সেসব কুড়ে গিলছে,
মেরুদন্ড বিহীন শরীর টুকু যে
দহনের আগুনে রেশিয়ে পুড়ছে।


মধু কন্ঠে গাওয়া সে কি, শ্রবন ও নীরবে
মুগ্ধ পানে চাওয়া ছিলো যে, শত বাধার তীরে
এখন ভোরের রৌদ্রও বুঝি, অন্ধকারে কাটে
অপেক্ষামান বাসনা সে যে, অনুর নীড়ে।
---ASR