খড়কুটো হয়ে উড়ে যাচ্ছে মন  
আমি আছি মাটিতে পড়ে,
বাতাসে উড়ে গেলে সব তুচ্ছ-তৃণ
কেউ কী নেবে আমাকে কুড়িয়ে ?  


ঈশাণকোণে মেঘ, আকাশ বুঝি কাঁপছে
হৃদয়জুড়ে জলের দিঘি টলমল    
ছন্দ নিয়ে বৃষ্টি শুধু নামছে ।


ধূসর ধুলো অঙ্গে মেখে অলস দুপুর যায় যে হেঁটে
রূপালী ছুরির শানের মত রৌদ্র হল দস্যি তখন।  


বাতাস পেলে যায় যে উড়ে আমার ধানওড়ানি মন  
সোনালী শস্যের মত কেবল পড়ে আছি আমি
শেফালি কুড়ানোর ছলে তুমি নেবে কী আমাকে কুড়িয়ে ?