কবি হতে চাইলে তুমি
আকাশ পানে তাকাও,
নীলের মাঝে ডুব সাঁতারে
মেঘের দেশে যাও ।


কবি হতে চাইলে তুমি
নদীর কাছে যাও ,  
মনের হাওয়ায় পাল উড়িয়ে
ভাবের নৌকা বাও ।  


কবি হতে চাইলে তুমি
ফুলের কাছে যাও,
ফুলের ঘ্রানে পাগল হয়ে
পাখির কন্ঠে গাও ।


কবি হতে চাইলে তুমি
ঝাউবনে যাও,  
নীলদরিয়ার ঢেউয়ে ঢেউয়ে
ছন্দ শিখে নাও।


কবি হতে চাইলে তুমি
শ্যামল গাঁয়ে যাও,
পাকপাখালির ডানার নিচে
শব্দ তুমি কুড়াও ।