বেরিয়ে এস বিষণ্ণতা থেকে
চোখের ওপর হামলে পড়া চুল
নাও সরিয়ে, গুনগুনিয়ে ওঠ, মুঠোয় ভরে
দাও ছুঁড়ে সব ভুল।
ক্লান্তি মোছ,
দিনের গুটোও সুতো। অনেক বাকি
কাজের ফিরিস্তিও
খুব হল'খন অন্ধকূপের বাঁচা
বিষণ্ণতার তুমুল জবাব দিও
পিঠ ঠেকেছে,
পিঠ ঠেকেছে জানো
কাঁচের ঘর আর গুমোট পরিবেশে
ক্লান্ত জীবন ভয়ের আদিখ্যেতায়।
ভয়ের খোলস
যাক না এবার ফেঁসে।
কাটিয়ে এসো
প্রবল চাপের বোঝা। দুর্ভাবনার
ভীষণ চক্রব্যূহ।
মুখ ফেরানো এবার সবার থেকে
বন্ধ করো,
হোক নয়া বন্ধু হোক...
একটা জীবন বড্ড বেশি দামি
সবাই জানি, তাও কেন বিস্মৃত
চলো না আজ বাঁচতে ভালোবাসি
বিষের মাঝে নিই খুঁজে অমৃত।


ধরছে ঘিরে, বাড়ছে ধীরে আজ
খুব গহীনে
ডিপ্রেশনের লতা
আর দেরি নয়, মনের আগল খুলে
দাও তাড়িয়ে ঘাতক বিষণ্ণতা।