এই পাহাড়ে বৃষ্টি যবে আসে
আমি তোমার কাছে যাব আষাঢ় মাসে
এই পাহাড়ে পাগদন্ডী পথ
তুমি হাসার ছলে কাঁপিয়ে ছিলে নথ
এই পাহাড়ে পাইন পাতায় হাওয়া
ফিরবে না। তাও ফিরব বলে যাওয়া
এই পাহাড়ে নাম না জানা ফুল
জানি চিনতে তোমায় সবাই করে ভুল
পাহাড় ঢালে গড়ায় খসা নুড়ি
মন হারালে বিপদ জানি, তবুও মন  চুরি
এই পাহাড়ে তোমার বসবাস
সাচ বল না মুখে, বল চোখেই বারো মাস
এই পাহাড়ে অতল ছোঁয়া খাই
তোমায় তবেই ভুলতে পারি তোমায় যদি পাই
পাহাড় কোলে নদীর প্রস্রবণ
জলের ধারায় চোখ ধুয়ে যায়, অসুখ খুব গোপন
এই পাহাড়ে বরফ পড়ে শীতে
বুকের ভেতর শুষ্ক পাতা, তোমার কথা  তিতে
পাহাড় কুড়োয় হালকা পায়ের ছাপ
তোমার নাচে চপল নয়ন, আমার মনে পাপ
এই পাহাড়ে বান আসে মরশুমি
রাত্রি ফুরোয় যেমন করে, যাও ফুরিয়ে তুমি।