**এই কবিতাটি সেই সব দুষ্টু ছেলেদের কথা মাথায় রেখে লেখা, যারা গল্প শুনতে গেলে প্রতি কথায় কিছু না কিছু প্রশ্ন করে কথককে ব্যতিব্যস্ত করে তোলে।**


এক যে ছিল রাজা।
              - রাজা দেখতে কেমন ছিল?
তার ছিল অনেক প্রজা।
              - তো, তাতেই বা কি হোল?


রাজার বিশাল বড় মহল।
              - মহল সাফাই করত কারা?
রাজা শুনতো শুয়ে গজল।
              - হুঁকো সাজতো কি বেয়ারা?


রাজার কয়েক শতক রানি।
               - তাদের নামের ছিলো লিস্টি?
রাজা ছিলেন বিশাল জ্ঞানী।
              - জ্ঞানে খোলে নি তার দৃষ্টি?


রাজার সেনাপতিটি বেড়ে।
              - তার গোঁফ ছিল কি মস্ত?
বাকি মন্ত্রীরা সব হীরে।
              - চামচা গিরিতে সিদ্ধহস্ত?


রাজা সোনার থালায় খান।
              - শেষে খান কি উনি চাটনি?
রাজা ঘোড়ায় চড়ে যান।
              - রাজার সইত অতো খাটনি?


রাজা দান ধ্যানেতে বোদ্ধা।
              - প্রজার কর টা করত নষ্ট।
প্রজারা রাজায় করত শ্রদ্ধা।
              - ওটা মেকি সম্মান পষ্ট।


ভোলা তুই বন্ধ করবি ঠাট্টা?
              - দাদা রেগোনা ষাট বালাই,
তোর মাথায় মারবো গাঁট্টা।
              - মরেছে, দৌড়ে ছুটে পালাই…