মঙ্গলগ্রহে নাকি মানুষ থাকে না,
ধুস, কি যে বল,
না জেনে সব আবোল তাবোল।
খুব থাকে, অনেক মানুষ মিলে, খুব থাকে।
রাজনীতি নেই সেথা, তাই ভাল থাকে
মিলে মিশে থাকে। হাতে হাত ধরে থাকে।
মারামারি নেই। জানো? কি করে যে কাটায় সময়?
শাহরুখ, সলমান নেই, ভিরাট কোহলি নেই, এমন কি নেই ক্যাটরিনা ।
তবু ভাল থাকে। না না, কি অন্যায় বোলো না একদম।
সেটাই তো ভাল। খুব ভাল। ঢাউস ঢাউস সব বড় বড় কথা
কেউ নাকি বলে না ওখানে।
গরীব ঠকানো, অত্যাচার, মিথ্যাচার, নয়তো টাইম পাস সেথা।
ক্রিকেট বা চিটফান্ড কোনটাই খেলে না তো ওরা।
তাই ভাল থাকে।
লাল গ্রহে লাল লোক, ভালবেসে লাল হয়ে থাকে সর্বক্ষণ।
লাল চোখে, ঘুম নেই, পরোপকারের নেশায়।
তাই ভাল থাকে।
কি বললি? বকবো না ভাট?
চুপ কর , ওরে উনষাট।
চলেই যেতাম আমি, কবে ওই গ্রহে।
নেহাত রকেট গুলো অত ভাল নয়,
দুমদাম ভেঙ্গে ভেঙ্গে পড়ে চারিদিকে।
তাই তো হল না যাওয়া আপাততঃ।
চল ভোলা, চা-ই তবে খাওয়া এক কাপ।
বকে বকে গলা হল একেবারে কাঠ।