জীর্ণ এবং বিবর্ণ এই ক্ষনে,
আয় না করি রঙের ছোঁয়াটুসী।
রঙিন ছোঁয়া লাগুক কেশ ও ক্লেশে ,
আঁধার মনেও স্বপ্নবাহার পুষি।


চন্দ্র পিঠে কণক রোমের ধাঁধা,
স্পর্শ বুঝিস? আঙ্গুল ছোঁয়া কথা?
চোখের তারায় খেলছে ক্ষণপ্রভা,
সাঁঝবয়সেও এ কোন আকুলতা?


হেঁশেল ঠেলা ক্লান্ত রূপের ছায়া,
ঘামের গালে চুলের সমর্পণ।
অবুঝ হাসি, চাউনি ভরা মায়া,
পদ্য লিখে ভরবে না আর মন।


তোর ছোঁয়াতে রঙের প্রস্রবন,
যেদিকে চাই, রঙ্গিন মাশরুম।
ভীমরতি হোক, হোক না মন্দ মন,
স্বপ্নে মাতাল হোক না রাতের ঘুম।


না হয় থাকি আমরা এদিক সেদিক,
না হোক দেখা শেষ বিকেলের রোদে।
রামধনুর ঐ দুইটি কোনা ছুঁয়ে,
থাকছি রঙ্গীন মননে ও বোধে।


বয়স একটি সংখ্যা বই তো নয়,
সংখ্যা তত্বে আজন্মকাল কাঁচা।
আয় না করি বিবর্ণ দিন ক্ষয়,
করব শুরু রঙ্গিন হয়ে বাঁচা।