নীলাকাশ চুঁয়ে আসা,
কাঁচা হলুদ রোদ্দুর,
খেলা করে...
মাখামাখি করে বড় বেশী,
সবুজ ঘাসের সাথে।
মনের অন্দরে থাকা,
আরো কিছু মন,
খুশীতে নীরব আজ।
বড় বেশী নিশ্চুপ যেন।
বয়ে যাওয়া তাজা সমীরণে,
ভিজে ওঠা।
শ্বাস নেওয়া বুক ভরে,
দূষণ গন্ধ বিনা।
অচেনা গাছের ডালে,
ততোধিক অজানা পাখির কুজন,
বাড়ায় নির্জনতা।
দূর হতে ভেসে আসে,
কেকার আওয়াজ আর হাতির বৃংহণ।
প্রখর প্রকৃতি মাঝে,
নিত্যকার হিসেব নিকেশ,
হয় গরমিল।
অবোধ দৃষ্টি,
বোকা বোকা চাওয়া, আর
সমস্ত রোমকূপ দিয়ে
শুধু শুষে নেওয়া,
তরল জীবন রস।
সভ্যতার যত অলঙ্কার,
মনে হয় ছুঁড়ে ফেলে,
মিশে যাই, বয়ে যাই,
অনাবিল আনন্দধারায়।
প্রকৃতির কার্নিশে,
চড়ুই পাখি হয়ে,
খুঁটে খাই জীবনের দানা...