গোপন নিজস্ব এক নদী চাই, একান্ত আমার,
যে নদীর খোঁজে আমি পেরিয়ে এলেম কত পথ,
কয়েক দিগন্ত পার, নয়তো বা তোমার আমার
মনের ফারাক, নাকি আরো, আরো বেশী দূর?
ভালোবাসা নদী যদি হয়, নদীর ভালোবাসাটা
কেন কোন কিছু নয়?


বেশ যেন, এক ফালি নদী,
সাজাবো নিজের মত
ভরে দেব তাতে কিছু জ্যামিতিক ঢেউ।
না হোক সুন্দর, তবু তোমার মনের মত হবে।
যেমনটা চেয়েছিলে গড়তে আমায়
রোবট রোবট ভাব বেশ।


ওপরে বিছায়ে দেব ছোট ছোট
নুড়ি কিছু, সাদা কালো সুখ দুখ আঁকা।
বইবে প্রবল ধারা চোখের জলের রঙে।
জল ছুঁয়ে সাদা বক রবে এক জোড়া।
বন্দী করব কিছু পাগল বাতাস,
রাখব নদীর পরে ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে।
কেন নয়?  আমিও তো আছি
ঠিক এই ভাবে তোমার ভুবনে।


অলীক স্বপ্ন যাই দেখে।
জানি মনে,
নদী কি গোপন হয়?
ধরা যায় স্বাধীন হাওয়াকে?
অবুঝ পাগল মন!


তবে যদি পার, দিয়ে যেও,
এক মুঠো সাদা ফুল,
দু ফোঁটা অশ্রু
সব শেষে।।