.       দে দোল দোল, দে দোল দোল, ঘুমোও সোনা মোর,
        ঘুমপাড়ানি মায়ের গানের, কাটলো না তো ঘোর।
        অবাক পৃথিবী বিস্মিত চোখ, মায়ের নয়ন মণি,
        কাটছে জীবন কোলে পিঠে, ঘুমোই যে গান শুনি।
        দে দোল দোল, দে দোল দোল…


        ছোট্টবেলা, মায়ের হাসি মায়ের কোলের ওম,
        সংসারেতে ঝক্কি কত, মঙ্গল থেকে সোম।
        দশভুজা হয়ে মা মোর সব কিছু সামলান,
        তারই ফাঁকে কন্ঠে থাকে ঘুমপাড়ানি গান।
        দে দোল দোল, দে দোল দোল…


        হাইস্কুলের উঁচুক্লাসে এল ভয়াল জ্বর,
        জ্বরের ঘোরে চোখ খোলে না, কাঁপতেছি থরথর।
        ক্লান্ত মা মোর কাটায় অঘোর নিদ্রাহীনা রাত,
        গরম কপাল, করল শীতল মায়ের স্নিগ্ধ হাত।
        দে দোল দোল, দে দোল দোল…


        কলেজ শেষে, কর্ম রেশে বেড়াই হেথা হোথা,
        সপ্তাহ মাস বছর কাটে, ভুলি মায়ের কথা।
        শুধু যখন দুঃখ জাগে, জ্বালায় অভিমান,
        মনটা কাঁদে, মনে পড়ে মায়ের মিষ্টি গান।
        দে দোল দোল, দে দোল দোল…


        সংসারেতে গেলাম মেতে, ঘুরছে কালের চাকা,
        বছর শেষে একবারই হয়, মায়ের সাথে দেখা।
        কতই যত্ন কতই স্নেহ, আদর মিষ্টি হেসে,
        যাবার বেলায় আশীর্বাদী, যায় যে দুচোখ ভেসে।
        দে দোল দোল, দে দোল দোল…


        এখন মা মোর শয্যাশায়ী চিনতে পারে না,
        বাকশক্তি গেছে, খেয়ে ওপরওয়ালার ঘা।
        কতই কষ্ট তাও বোঝেনা, অবাক চাউনি চোখে,
        ঘুম আসেনা, ঘুমের ওষুধ, কষ্ট বড় বুকে।
        দে দোল দোল, দে দোল দোল…


        দে দোল দোল, দে দোল দোল, ঘুমাও মাগো মোর,
        করব না আর দুষ্টুমি মা, করব নাতো শোর।
        চোখের কোনে জলের ছোঁয়া, মার কপালে হাত,
        মায়ের গানেই আজকে কাটুক মায়ের কঠিন রাত।
        দে দোল দোল, দে দোল দোল…