.       বছর বুঝি ওই ফুরলো লেপ রেজাইয়ের নিচে,
        ঠান্ডা মেখে আরেকটা সাল এলুম ফেলে পিছে।

        কত কিছুই ভেবেছিলেম একটি বছর আগে,
        বদভ্যাসের বোঁচকা খানা ফেলব ছুঁড়ে পাঁকে।

        দুদিনে সেই পুরনো চাল, চলছি আপন মনে
        যেমন ছিলাম তেমন আছি বোকার বৃন্দাবনে।

        কয়েক গোছা দুঃখ জোটে কয়েক মুঠো সুখ,
        পালটায় না এই  পৃথিবী  বেঁচেই থাকে ভূখ।

        তবু আবার  বছর  শেষে  নতুন  করে চাই,
        নেই অনুতাপ নেই পরোয়া  যদিবা না পাই।

        বিশাল  কিছু নেই চাহিদা, করি নি গোপন
        ঘামঝরা দিন ঘুম ভরা রাত চিন্তামুক্ত মন।

        মেঘের কালো থাক আকাশে, মনটা থাকুক রোদে
        নেতারা  সব প্রেমেই  থাকুক  নয়কো প্রতিশোধে।

        বিষাদ  মাখা দিনে থাকুক তোমার ভরসা,
        সকাল বেলা জুটুক গরম এক পেয়ালা চা।

        বাচ্চাগুলো খেলতে শিখুক পড়ার ভয়টা ভুলে,
        সবুজ গুলো সবুজ থাকুক জীবন ফলে ফুলে।

        ভাবছি  বসে এইটুকু  কি বড্ড বেশী চাওয়া?
        চলুক না হয় সব বদলের অন্য রকম হাওয়া।

        হবে না  তো কিছুই জানি, তাতে হল কি
        নিউ  ইয়ারে মনটা নতুন আশায় বেঁধেছি।।