.       কোথা থেকে ভেসে আসে অসময়ে কান্নার রোল
        উর্দি ছাড়ালে পরে সেই দুই হাত পা ও মাথা,
        ডিউটির ডাকে আজ শ্মশানেতে বাজে বিউগল
        বোমের আঘাত? নাকি অবহেলা দিয়েছে বারতা।


        ঠান্ডা ঘরের কোনে কফির কাপেতে দেশ চলে
        বড় বড় বটগাছে পাতা আসে সবুজ বা লাল,
        পেয়াদারা বাঁধে বোম নির্জনে নির্ভয় বট তলে
        শহিদ হবার সাধ? তাতে জেনো লাগবে কপাল।


        কুশীলব বদলায় নাটক চলতে থাকে ঠিক
        থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়ের জগত,
        কখনো খুশীতে নাচি, কখনো বা বলি ধিক ধিক
        তেরঙ্গা কফিনে দেখি লেখা থাকে একই বাঁধা গত।


        দু দিনের স্মৃতি বাস, তারপর ফের যে কে সেই
        চর্বিত চর্বণ, সান্ধ্য হুইস্কির গ্লাস ফাঁকা,
        ভাল বা মন্দ সব ভুলে গিয়ে সেই তিমিরেই
        গোপনে অপেক্ষায় মন, ফের হবে নতুন ধমাকা।