.        সিকনি টানা পুঁচকে ছেলে
         হাত বাড়িয়ে ভিক্ষে চেলে
               তাকাই ঘুরে,
          মুহুর্মুহু হাতটা নাড়াই
        ঠিক যেভাবে মক্ষী তাড়াই
               ভর দুপুরে।


         মাল্টিপ্লেক্সে থ্রী ডি ফিলিম
        ডায়েট কোকে হচ্ছি সিলিম
              মারছি তো চিল,
         এসি গাড়ির ঠান্ডা হাওয়া
        “জীবন বড় কঠিন বাওয়া”
              যোগফল নিল।


         তুফান তুলি কফির কাপে
        ভিক্ষে দেওয়া ভীষন পাপের
                খুব অপরাধ,
       তাকিও না আর ডাইনে বামে
         দেশটা গেছে জাহান্নামে
             ছাড়ো, দাও বাদ।


         অন্যদিকে পুঁচকে ছেলে
       আগুন নেভায়  কলের জলে
               মেটায় ক্ষিদে,
          বিরিয়ানির সুবাস ওড়ে
         কান্না চাপে মনের জোরে
               প্রবল জিদে।


         এমনি  কাটে অনাথ  বয়স
        জেরক্স কালি, হাজত, উপোষ
                মিথ্যেবাদী,
        পায়নি যা তা নেবেই কেড়ে
          হবে বলেই উঠছে বেড়ে,
                  অপরাধী।।