বাজী পোড়ে টাকা পোড়ে, পকেটেতে গত্ত,
শব্দ দূষণ? ধ্যাৎ, বাজে কথা যত্ত।


দুম দাম বুম বাম ফাটুক না বোম ভাই,
আমরাই বাদ, দেকো দিল্লী বা মুম্বাই?


আগুনেতে ধুঁয়ো থাকে, পটকা অগ্নিময়
ধুঁয়ো বলে মিচে কাঁদো? এক দিন বই নয়।


কয়েকটা পোড়া কেস, কিচু নয় হাঁপানি।
ডাক্তার বদ্যির কাচে যা গে, দাওয়া নিস।


ছোট বড় মিলে ভয় দেকায়, পলিউশন!
হুঁ হুঁ বাবা, জানি সব জ্ঞান-নাড়ি টনটন।


তাবলে কি একদিন বাজীও পোড়াবো না?
ইয়ার দোস্তে মিলে মাল টালও খাবো না?


কারন বারির কথা লেকা আচে শাস্তে,
সেটাই কারণ, লাল জল সেই ওয়াস্তে।


কি হয়েচে, নাই যদি দিয়েচি অঞ্জলি?
মা আমার বোজে সব, করেচে মঙ্গলই।


বাঁধে বাজী কত লোক, বাঁচবার কারোবার।
আমায় তো চেনো নাকি? রক্তে পরোপকার।


বাজী আমি পোড়াবই, হোক জেবে গত্ত,
ফাঁদুক না ছড়া ওই অতনু দত্ত।।