(হোয়াটস এপের কিছু অনাথ পঙক্তির থেকে অনুপ্রাণিত)


(The fool didn’t know it was impossible, so he did it)
১।       এক ছিল ভোঁদুরাম বোকার সে হদ্দ
           কাজটা অসম্ভব বোঝেনি এ সত্য।
           তাই বুঝি ভুল করে সেরে ফেলে কাজটা
           ঠকেছি চালাক সেজে, রাখি কোথা’ লাজটা?


(Those who had coins, enjoyed in the rain. Those who had notes, were busy looking for shelter)
২।     খুচরো ছিল যাদের হাতে
        রইল মেতে বর্ষা রাতে।
        নাচলো গাইলো ভিজল তারা
        নোটের মালিক দিশাহারা।
        বাসার খোঁজে রাত পোহালো
        ঘুমও গেলো নোট ফুরালো।


(Man and God both met somewhere. Both exclaimed ‘My creator’)
৩।      মানুষ ও ভগবানে দেখা হল শেষটা
         দুজনাই বলে ওঠে, হে আমার স্রষ্টা।


(To make her fall in love, I had to make her laugh. But every time she laughs, I am the one who falls in love)
৪।      বললে আগে হাসাও, ভালোবাসব পরে
         হাসলে যত, বিঁধলে তত প্রেমের শরে।


(He asked, are you a Hindu or Muslim? The response came I am hungry)
৫।         হিন্দু না মুসলিম? বলো, বোঝ সার তো,                    
          “সে সব জানি নে বাপু আমি যে ক্ষুধার্ত”।


(What if God asks you, after you die, “So how was heaven?)
৬।        মৃত্যু শেষে এক সে দেশে
            শান দিয়ে তার খড়গতে,
           ঈশ্বর কন একটা জীবন
            কাটল কেমন স্বর্গতে?


(“Wrong number”, said a familiar voice)
৭।         বুঝবি কি রে আজব রীতি
            চলছে বেড়ে নয় কমবার।
            ভীষণ চেনা আওয়াজগুলো
             শুধুই বলে রং নাম্বার।