ধোঁয়া ধোঁয়া শিশু স্মৃতি রোদে ভেজা মাঠ,
হাতেখড়ি, লেখা পড়া ও সহজ পাঠ।

কুমোর পাড়ার সেই গরুর গাড়িতে,
ছন্দ চেনালো ঋষি সফেদ দাড়িতে।

এসেছে শরৎ, হিমে শীতল হৃদয়,
রবি ছুঁয়ে বড় হওয়া রবি মনোময়।

জীবনের যত রূপ যত গন্ধ রস,
এঁকেছেন ছবি, দিয়ে নিপুণ পরশ।

হাসি কান্না সুখ দুঃখ বিরহের তান,
আসে যা অন্তর থেকে সে রবির গান।

বাঙ্গালীর ভালোবাসা বাঙ্গালীর প্রীতি,
তাঁকে ছাড়া মণি হারা বঙ্গ সংস্কৃতি।

হোন সারা জগতের, হোন বিশ্বকবি,
একান্ত মনের মিতা, আপনার রবি।

দিনে রাতে তিনি সাথে, মনে চিরকাল,
যা কিছু বলতে চাই, ধরেছেন হাল।

ছেঁড়াখোড়া দিন আর বেদনার রাত,
স্মিত হেসে পাশে বসে রবীন্দ্রনাথ।