বলছে সবাই একই সুরে আসছে ঈদের দিন,
দূর হবে সব হিংসা বিদ্বেষ আরও যত মলিন।
মা-বাবা আর ছেলে-মেয়ে, আত্মীয় স্বজন,
উপহার দিতে কাপড় কিনছে সবাই মনের মতন।
ঈদের বাজার কেনাকাটায় পড়ে গেছে ধুম,
তাইতো বুঝি দোকানদারের নেইতো চোখে ঘুম।
বাড়ী ছেড়ে চাকুরীতে আছে যত পুরুষ ও নারী,
হয়রান হয়ে খুঁজছে টিকিট আছে যত গাড়ি।
নারির টানে বাড়ি যাবে, সকলেরই জুটি,
সবার মুখে একই কথা, দাওনা আমায় ছুটি।
বাস ট্রাক আর লঞ্চ স্টীমার আরও যত ফেরি,
বাড়ি যেতে করছে ভীর হয়না যেন দেরি।
নাচছে খোকা, হাসছে বাবা, পরে নতুন জামা,
নামাজ পড়বে, দোয়া করবে, আরও চাবে ক্ষমা।
পোলাও খাবে, সেমাই খাবে, আরও যত মিষ্টি,
হাসি আনন্দে মেতে উঠবে আছে যত সৃষ্টি।