হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ লাইলাতুল ক্বদর,
তাইতো সারা বিশ্বের মুসলিম করছে এর আদর।
কুরআন আসে এই রাতে মানব জাতির কাছে,
হেদায়াত এ মুক্তির দিশা যেই কুরআনে আছে।


নেমে আসেন আল্লাহ তায়ালা বান্দাহদের মাঝ,
যার যা চাওয়ার আছে চেয়ে নাও আজ।
অলসতায় ঘুমাইওনা যত আছ পাপি,
ডাকতে থাকেন আল্লাহ তায়ালা সারা রাত ব্যাপী।


কে করেছ পাপ? পাবে আজি মাফ,
কে আছ অসুস্থ? হবে তুমি সুস্থ্য,
কে আছ ঋনী? হবে তুমি ধনী,
কে করেছ পূণ‌্য? হবে তুমি ধন‌্য।


রহমতেরই ফেরেশতারা নেমে আসেন ধরায়,
সৃষ্টিকর্তার করুণা সারা রাত ঝরায়।
লাইলাতুল ক্বদর আসে রমজান মাসে,
পূণ্যময় এই রাত প্রতি বছর আসে।


এই রাতের ফজিলত থেকে, যাবে না কেউ বাদ,
যদি কেউ ইবাদত করে, শেষ দশকের বিজোড়েরই রাত।
নামাজ পড়ব যিকির করব সারা রাত জেগে,
এই দুনিয়ার খেল-তামাশা সবই দেব রেখে।