আমার বাড়ীর পাশে আছে ঢেউ তুলা এক বিল,
বর্ষা হলে আকাশ ছুয়ে দেখায় তারে নীল।
সাদা কালো হাঁসের ঝাঁক ডুবে খায় শামুক,
পানির নীচে কাদার মাঝে মুক্তা ভরা ঝিনুক।
জেলেরা সব মাছ ধরে, খলুই মাথায় বেধে,
সকাল থেকে দুপুর গড়ে নেইকো তাদের ক্ষিধে।
বিলের ধারে সেঝে থাকে সাদা বকের সারি,
সন্ধ্যা হলে উড়াল দিয়ে ফিরে তাদের বাড়ি।
ছেলে মেয়েরা উঠায় শালুক ভিজায়ে কোমর খানি,
যদিও তাদের কামড়িয়ে ফুলায় দুষ্ট বিলের পানি।
মেয়েরা সব ভেলায় ভেসে উঠায় শাপলা ফুল,
পানির মাঝে ছবি দেখে ঝুলছে কানের দুল।
বিলের ধারে সবুজ শস্যে কাড়ে সবার মন,
বিকেল হলে সেখান গেলে কাটে কিছুক্ষণ।
পানকেৌড়ি আর বেলেহাঁস ভাসে বিলের বুকে,
ডুবে ডুবে মাছ খেয়ে সে হাসে মনের সুখে।
বিলের মাঝে বসত করে নানা রঙয়ের মাছ,
বেতরঙগা আর লাল পুটি দেখায় তাদের সাজ।
কিশোরীরা গোসল করে ভিজায়ে মাথার চূল,
চরিপাশে ফুটে থাকে রঙ্গীন পানার ফুল।