অতঃপর যখন অবশিষ্ট যৎসামান্য অস্তিত্ব বিলিন হবার পথে
দানবীয় দাবানল দাহে উত্তপ্ত উন্মুখ সর্বশেষ নিঃশ্বাস-
যখন বৈকালি স্তব্ধতা মুহুর্মুহু ডানা ঝাপটায় তার জড়তা কাটাতে
অর্বাচীন বিলাস যবে আলসেমি নোংরা অভ্যস্ততায় বিরক্ত
তখন আপন ঐশ্বরিক আত্মা মৃত্যুর নৈবদ্য সাজায়
আসো!গ্রাস করো!ধরো আমায়!
আমি বীর,সমগ্র ঋনগ্রস্থ!
বারংবার পরাজয়ে খুঁড়েছিলাম জ্বয়ের দুঃস্বপ্ন।
হা হা হা হা হা হা।
এতবার মরার পরেও যে আর ভয় করেনা!আমি যে অমর!