প্রভাতকিরণ বলে ওই বেটা রাতি-
জ্বেলেছি আশার আলো ঘৃণা তব প্রতি!
সারাবেলা অন্ধকার লোকে পায় ভয়-
পেয়ে আমায় জয় গায় তব পরাজয়।


শুনে তাই রাতি বলে তুমি মহাবীর,
কালো আঁধার হয় হোক শান্ত-ধীর-স্থির!
আমি না হই যদি কালো অন্ধকার-
কি তবে তোমার কাজ কিই বা আমার!


তুমি আলো আমি কালো দুইয়ে নিয়ে দিন,
তুমি আমি দুজনার দুইয়ে শুধি ঋন!
আলোক তোমার কর্ম আঁধার টা আমার!
দিন রাতি দুইয়ে সদা সম-অধিকার।