একি ঘন রাত
অপেক্ষায় প্রভাত
দেশান্তরে অন্তঃপুর!


সাঁঝ বেলা পরে
মন সরোবরে
উন্মাদনা একি ঘোর!


প্রেমেতে মাতাল
হলো একি হাল
খুলেনা চোখের পাতা-


বাজছে ত্রিতাল
মৌন ক্ষণকাল
একি মধু! নিরবতা।


কান পেতে শুনি
ভুলে ভালে গুনি
যত শুনি প্রেমধ্বনি-


ছলনা সকল
আঁখি জ্বলজ্বল
দুঃস্বপ্ন যত বুনি।


অবশেষে ভোর
কেটে যায় ঘোর
কল্পনা সবি বৃথা!


দিন তাপে জ্বলি
তালে তালে শুধু চলি
প্রেম ভাবি অযথা!