তুমি যদি হও বাহারি চাঁদ আর আকাশের মিটি তারা,
আমি হব তবে সাগরের জল পাহাড়ে ঝর্ণা ধারা।
তোমার আলোতে ভেসে যাব আমি মিশাব কলকল ধ্বনি,
তুমি আমি মিলে পূর্ণতা পাবে পূর্ণিমার রাত খানি!




এইগুলো আসলে কবিতা নয়,অনুকাব্য বলা চলে যদিও অনুকাব্যের নিয়ম আমি জানিনা। সময়ে সময়ে ভাবনার শাব্দিক ছন্দবদ্ধ রূপ বলা যায়। সেক্ষেত্রে "অনুভাবনা" বলা যেতে পারে। ধন্যবাদ!