ঢের পেয়েছি উচ্ছনে যাক-
মাখলুকাত এর নষ্ট জীবন।!
এর চে ভাল কীটের জীবন,
ভাবতো নাতো কিসে বাঁচন।
মানুষ হয়ে জ্বলন বড়,
তাইলে কি লাভ মানুষ হয়ে?
এরপরে কি জন্ম নিবে ?
লজ্জাবান কেউ মানুষ হয়ে?
থাকত যদি ইচ্ছে মত,
জন্ম নেয়ার মানুষ হয়ে
ভাগ্য যদি যেত দেখা -
সময় কয়েক এগিয়ে গিয়ে !
নিত না কেউ মানব জীবন,
জোর দিয়ে সে বলতে পারি !
শুধু শুধুই মানব জীবন -
হাড়-হাভাতের আহাজারি।