আমরা কবিতা লিখি, আশা করি সবাই কমবেশ পড়াশুনাও করি। যে যে টাইপ এর কবিতা বা লিখা পড়ি সে সেই টাইপ লিখার মানষিকতা অর্জন করি। যাই হোক আমার প্রসঙ্গ এটা নয়। আমি বলতে চাচ্ছি প্রায়শ আমরা স্তন, যোনী, নাভী সহ নারীদেহের বিশেষ অঙ্গ বা অনান্য অনেক কিছুই কবিতায় অত্যেন্ত প্রবল ভাবে ব্যাবহার করি। মাঝে মাঝে মনে হয় কবিতা পড়ছি না। একটা বাজে কিছু পড়ছি। আমরা সাহিত্য পড়ি কিন্তু কোনটা অশ্লীলতা আর কোনটা সাহিত্যের উপমা বা শ্লীল বর্ননা তার পার্থক্য আমরা এখনও হয়তো করতে শিখিনি। যাই হোক, এই শব্দগুলো ব্যাবহার যথাযথ কমিয়ে এনে অন্য প্রসংগ আনা যেতে পারে নিঃসন্দেহে। আমি কাউকে আঘাত বা কারও প্রতিভায় বাঁধা দিচ্ছিনা। নিজের দৃষ্টিভঙ্গি থেকে বলছি। এই শব্দগুলো আমার কাছে ব্যাক্তিগত এবং মারাত্মক গোপনীয় মনে হয়। অশ্লীলতা পরিহার করে সবগুলা ব্যাপার কে সমার্থক শব্দ বা অনান্য কোন ভাবে প্রকাশ করলে কি মন্দ হয়, না কবিতা তার কাব্যিক অনুভূতি হাড়ায়? প্রশ্ন রইল সবার কাছে। সুচিন্তিত মতামত আশা করছি। কেউ পার্সোনালি বিবেচনা করবেন না। আমি কাউকে বাঁধা দিচ্ছিনা শুধু সামান্য নিরুৎসাহিত করছি এইসব শব্দ চয়নে। আশির্বাদ কামনা করছি। ধন্যবাদ সবাইকে।