নয়ন বাণে
             আতিফ আসলাম।


নয়নের জলে...............সাঁতার কাটিব
            নয়নে করিব বাস।
নয়নের জলে...............কালি বানাব
            নয়নে লিখিব প্রান।
নয়ন ভরিয়া...............দেখিব তোমায়
            সয়নে রাখিব ধরে।
নয়নে কাজল............লাগিয়া দিব
            নয়নে বাঁধিব ঘর।
নয়নের চাঁদে..............দেখিও মোরে
            নয়নের,নয়ন টানে।
নয়নের কপাট............খুলিয়া দেখ
            নয়ন দ্বীপ্তলোকে।
নয়নের ক্ষেতে............ ফসল বুনিয়া
             নয়ন কর উর্বর।
নয়নের পালঙ্কে........... সয়ন করিব
              নয়নে রাখিয়া ধড়।
নয়ন দেখিয়া............... পড়শী করিব
               নয়ন করিব আপন।