তুমি আমার না দেখা প্রিয়া,অনন্ত ঝড় ,অথই সাগর,
তুমি আমার শীতের সকাল তুমি আমার সূর্য দীঘল।
আষাঢ় মাসের ব্যাঙের পিতা ,ডাকে যেমন আকাশটারে ,
তুমি আমার তেমনি আপন যতটা নিজের তাহার চেয়ে।
মেঘলা পঠের শরৎ মাঠের তুলার পাহাড় যেমন হাসে,,,,সুপ্ত  এমন অধীর এখন তোমায় নির্বাক ভালোবেসে।