অনেকদিন আপনার কোন খোঁজ খবর নেয়া হয় না কবি।
কেমন আছেন ? ভালো আছে কি সবি?

ভালো থাকার ট্রাফিক জ্যামে
ভাল না থেকে উপায় কি?
খারাপ থাকার কোন মানে হয় ?
আমার মতে প্রশ্নের একটা মানদণ্ড থাকা উচিৎ।
ভাল খারাপের বাইরে মন কেমন থাকে ,
কেমন আছে? এই আর কি।
আফসোস জীবন যাপিত প্রশ্ন-উত্তরের বেড়া জালে মনের খবর রাখা হয়নি।

যাক, তারপরে লেখালেখি কি চলছে ,?
নাকি থমকে ? নাকি দাড়িয়ে, হঠাৎ সামনে এগুবে?

চমকে গিয়ে যতদূর যেতে চেয়েছিলাম,
ততদুর গিয়ে ফিরে এসেছি ।
ভাবনার একটা বড় সুবিধা হচ্ছে ,
ইচ্ছে করলেই যা কিছু করা যায় ।
ভাবনা ভুবনে ভবঘুরে, এই আর কি।

কিছু বলছেন না যে?

এইতো ভালো আছি ,ভালো আলহামদুলিল্লাহ।

ভালো থাকার জ্যামটা একটু সামনে এগুলো ।
হা হা  সামনা সামনি কত ভাল আছির দেখা হচ্ছে , দেখা হয়, হবে।
আমি একটু পেছনে তাকাই ।
সামনেতো কত ভাল আছির অপেক্ষা ।
কেমন আছে কেমন থাকে পেছন টা?
কেউ জানে কি?

আপনি মনে হয় কিছু ভাবছেন ,
কবি মানুষতো ভাবাটাই স্বাভাবিক।
আচ্ছা আজকে উঠলাম । ভাল থাকবেন।

শুরু থেকে আজ ,
একটু পরের কথাতো বলতে পারব না ।
আপনাদের মত আমি ভবিষ্যত জানিনা ।
আমি আত্মকেন্দ্রিক ।
আমার একটা অতীত আছে ।
আমার একটা বর্তমান আছে ।
আমার কোন ভবিষ্যত নেই।

ভাল থাকার জ্যামে নতুন কিছু যুক্ত হল ।
ভাল খারাপের মাঝামাঝি ।
আছি, এইতো।