এক মুঠো স্বপ্ন চাই আমি
মুঠো ভরে রাখব বলে,
শক্ত হাতে মুষ্ঠি করে,
ঘুরিয়ে ফিরিয়ে দেখব তারে।  

ভালবাসার স্বপ্ন আমার,
আশা গুলো জিরিয়ে নেরে।
ঐ তো ওরা ভুলোমনা
ভুলে যায় বারে বারে।

এখনো জেগে আছি,
আমি তোরে ভুলব নারে।

মরে ভূত কাকভেঁজা,
বেঁচে আছিশ কারা তোরা,
রাতের আধাঁরে।

জানিনা কতক্ষণ, কীজানি কখন,
নাকি এখন, সে আসবে তেরে, ।

যদি, কিন্তু, চেষ্টা
এখন আর বলি নারে।
মুঠো ভর্তি স্বপ্ন আছে,
কোন এক মেয়ে দিয়ে গেছে।
সামনে পিছনে জিরিয়ে নেয়া
আশা আছে।
ভুলোমনা তারা আছে ,
ভুলোমনা কথার ভাজে।

তাতে কী হয়েছে!
এখন স্বপ্ন আছে, মুষ্ঠি ভরে,
হারাতে দেবনা তারে।