দিনের আলো লাগে ভালো ,
রাতের কালো আমার ,অগোছালো ।

স্বপ্নবিহীন যায় প্রতিদিন ,
সপ্তসুর শান্ত স্বাধীন।
কাঁদতে মানা , খুঁজি সীমানা ,
সীমান্ত তীরে আমার আশার আলো।

দিনের রাতে , রাতের দিনে ,
অসাধারণ খুঁজি সাধারণে ।
আবারো আবার , করি আয়োজন ,
ফিতে কাটা নিষ্প্রয়োজন ।
হিসাবি খাতার  ,বেহিসাবিই  ভালো ।

খরুচে সময় , চেনা সুর দু:সময় ,
অভাবী স্বভাব আমার, শান্ত কেন হয় ?
বার-বারতো পেছন ফেরে তাকাই না ,
পেছনের অনেক বায়না ।
সামনেতো  সীমান্ত, মধ্যবিত্ত।
ভাল আছি বলো ।