আমার কাছে দুটো টিকেট আছে,
আর আছে কিছু অনুভূতি,
সেই সাথে  ৭-৭-১৭।

পাগল বলতেই পার,

ঝর নেই, বৃষ্টি নেই,
অথছ ভিজে গেলাম,
কিংকর্তব্যবিমূঢ় আমি,
কেন?
জানা আছে কারো।।।

কিছু ইতিহাস, কিছু কথায়,
জীবন বদলে যায়।

কিছু প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে,
আমি আছি, আমি থাকব,
অপেক্ষায়।