কবিতা হচ্ছে ফুসফুসের তৈরী মদ
যাকে লিখতে গিয়ে গিলোটিনে মাথা রাখতে হয়-


এই গিলোটিন জনতার-যারা বেঁচে থাকে বীমাসংক্রান্ত কাগজকে আলিঙ্গন করে।


শাস্তির পূর্বরাতে তাই শহরের জন্য একটি শোকসঙ্গীত লেখা হলো
মাথা নিচু করবার আগে গেয়ে শোনানোর অনুমতি চাইলাম
"এখানে গান নিষিদ্ধ,কবিতা অচ্ছুত
বরং আপনার স্ত্রীগমনের উত্তরাধিকার নির্বাচিত করুন"-বিচারক চোখ টিপলেন
পরিষ্কার ভবিষ্যত সম্পর্কে এক মুহুর্ত ভেবে বলে উঠলাম
"তবে আপনার সম্মানিত মাথাটি জাদুঘরে জায়গা করলো বলে।"