হারিয়ে যাবার বেদনা নিয়ে ভাবি না
পায়ের নিচে বিশাল পৃথিবী আমার
তবু গন্তব্য অজানা-শুনেছি দেয়াল বেড়ে গেলে এইরূপ হয়


-চলো মৃত্যুকে দেখে আসি?
-আজ নয়,সোমবার মন্দিরে যাওয়া নিষেধ
-তবে জীবন দর্শন হোক?
-পানশালার রাস্তাটা ভুলে গেছি এক মূহুর্ত আগে
-পাহাড়ে ভ্রমণকে নিয়ে ক্যাম্প বসাই?
-বন্ধুর স্ত্রী এসে আগুন চুরি কোরে গ্যাছে


এভাবেই একদিন দু'জনার মাঝে সমুদ্র তৈরী হলে
আমি একবার মুখ তুলে যাবতীয় বৃষ্টিসমূহ দেখলাম
বললাম
"আমাদের জনপ্রিয় মুখ ঢেকে রাখো ছাতায়-এই সমুদ্রের আছে ঈগলের চোখ"
এবং আমার গুণমুগ্ধ পাঠিকা কথাটির অবাধ্য হলো না।  


তৃতীয়।।
১৮ মার্চ,২০১৭