লক্ষ কোটি হাত উঠে যায়,
দোয়া ভেসে যায় আকাশে।
হাত নামিয়ে ওই ইহাতে,
অন্যায়ের খেলা চলে ঝড়ের বেগে।


খাদ্যে ভেজাল, মাপে কম,
মিথ্যার আঁধারে ঢাকা সব।
'তাকওয়া' শব্দ যেন হারিয়ে গেছে,
লোভ-লালসায় মন করেছে বিব্রত।


হায়! ঈশ্বরের কাছে মাথা নত করে,
অন্যায়ের পথে পা বাড়ায় কেন?
দান-ধ্যানের ভান করে,
পাপের পাপড়ি জমায় মনে।


কোথায় গেল সেই সততা,
সেই নিষ্ঠা, সেই বিশ্বাস?
স্বার্থের খেলায় সব হারিয়ে,
মানুষ হয়েছে অমানুষ।


জাগো ভাই, জাগো বোন,
সত্যের পথে হাঁটো এখন।
ঈশ্বরের ভয় রাখো মনে,
পাপের পথ ত্যাগ করো চিরকাল।


লক্ষ কোটি হাত মিলে,
সৃষ্টি করো নতুন পৃথিবী।
সত্য, ন্যায়, ভালোবাসার আলোয়,
উজ্জ্বল করো এই ধরণী।