কেউ বলে ওর নাম আসিফা
আমি বলি নামহীন
আমার মেয়ে ফিরবে না ঘরে
ফিরবে না কোনদিন

শুকনো পাতারা গুড়ো হয়ে যায়
পাহাড় তাকিয়ে থাকে
কাঁটাতার দিয়ে জীবন পরিধি
গোলাপ কাঁটার ফাঁকে

ভেড়াদের সাথে একটু তফাত
হাতে লাটি ধরে হাঁকা
সেখানে সূর্য তলায় লুকায়
অন্ধ কালোয় ঢাকা

তোমাদের ছাদে ওঠে রোজ চাঁদ
পরব পূর্নিমায়
ধর্ম পরিধি গরিব চায়নি
তবুও ভুখা ময়

খোঁজ নিয়ে দেখ পাহাড়তলিতে
পাও যদি কিছু খবর
আমার মেয়েটা ছিল কাশ্মীর
জমে ছিল বুকে পাথর

নাম নেই কোন আমার মেয়ের
পরিচয় হোক ফাঁস
শতাব্দী ধরে একটি নিয়ম
ধর্ষিতা কোন লাশ

@ নীল অভিজিৎ