দেখে ছিলাম তাদের-
ভিক্টোরিয়ায় গাছের আড়ালে।

দেখে ছিলাম সেই দুজনকে-
প্রিন্সেফ ঘাঁটের থামে হেলান দিয়ে দাঁড়িয়ে।

দেখে ছিলাম সেই দুজনকে-
ঘন হয়ে দাঁড়িয়ে যেন বট আর অশ্বথের মিলন।

দেখে ছিলাম মেয়েটির হাত ছুঁয়ে ছিল-
ছেলেটির শার্টের খোলা বোতামে।

দেখে ছিলাম মেয়েটির উন্নত মুখে-
ছেলেটির আঙুলে সরানো বান্ধবীর কালো শিথিল চুল।

কি জানি কি বলছিল দুজনে-
হয়তো সেই দিন সেই গাছ কিম্বা সেই থামই জানে।

মনে হোল মেয়েটি দুহাত বাড়িয়ে জড়িয়ে-
ছেলেটির বুকের মাঝের জমি টুকু চেয়েছিল তার নামে।