এই নামেতেই জন্ম আমার, মৃত্যু এই নামেই
তাই তোমাকে আলাদা নাম দেবার প্রয়োজন হয় নি।
জীবন আমার হাতের মুঠোয় বন্দী
আমি বন্দী মৃত্যু শিকল পায়ে।
কাঁটার আঘাত ক্ষতবিক্ষত দেহ
তোমার নামে ফুলের হাসি দেখি।


ল্যাম্পপোষ্টে একলা বসা কাক
তারের জালে জড়িয়ে পায়রা লাশ
রান্নাঘরের চালের শালিক তিন
উচ্চস্বরে কথার কাটাকাটি।
তাদের আমি আমার নামে ডাকি
তোমার নাম বলতে না পারা কারন !
তোমার নাম মৃত্যু আজকে দিলাম
জীবন নাম না হয় আমারই থাক -
নয়তো জীবন নামেই তোমায় ডাকি
মৃত্যু বুকে খোলা আকাশ ঘর
যে পায়রা তারের জালে মৃত -
তাকে তো আমায় বলতেই হবে সত্যি!
--- 'তানিয়া' আমি আজও তোমাকেই ভালোবাসি।