নীল রঙা আকাশের ওপাশে
কোনো নক্ষত্রের নাম আমার জানা নেই
পৃথিবীর প্রথম কান্না জমা আছে কোন জাদুঘরে
                        আমার জানা নেই।
শুধু এইটুকুই জানতাম -
এসব না জানলেও কোনও ক্ষতি হবে না।
তাই তোমার প্রশ্ন শুনে বলেছিলাম -
"বাদ দাও - প্রয়োজনহীন।
বরং আমি তোমায় শোনাই
সদ্য লেখা এক নতুন প্রেমের কবিতা
এক আকাঙ্ক্ষার শব্দে রূপান্তর ......
চলো দেখাই নরম সবুজ ঘাস
আর অনর্থক অধঃপতনে মত্ত একটা সাদা ঝরনা।"


কিন্তু তোমার চোখে তখন আমার কথা -
"বাদ দাও - প্রয়োজনহীন
এসব না জানলেও কোনও ক্ষতি হবে না।"