অনেক বছর দেখিনি নিজের মুখ,
অনেক বছর শরীর ভেজেনি ঘামে,
অনেক বছর পায়েতে বেঁধেনি কাঁটা,
অনেক বছর রয়েছি শামুক হয়ে,
অনেক বছর কণ্ঠে আসেনি সুর,
অনেক বছর রক্তে জ্বলেনি আগুন,
অনেক স্বপ্ন ডুবেছে কবর খুঁড়ে,
অনেক দুঃখে হৃদয়ে ধরেছে ভাঙ্গন।


আজকে তবে কণ্ঠে আসুক ঝর-
আজকে তবে রক্তে জ্বলুক আগুন-
আজকে স্বপ্ন মানুষে মানুষে মিশুক-
আজকে হৃদয় গড়ুক বালির বাঁধ।


পরাজয়, সে হোক নাম না জানা
জয়ের স্বপ্ন দেখবোই দেখবো।
"জিততে আমায় হবেই" - বলেছ তুমি
মরি বা বাঁচি কি বা যায় আসে তাতে !
বিজয়ীর নাম স্বর্ণাক্ষরে লেখে ইতিহাস
পথটা যতই অন্ধকারের হোক।