একটা রাত-দুটো কাক, ফেসবুকে
খোলা বুক, গান করে আলগোছে।
এক বসে, দুই ওড়ে - এগারো
একার রাত কখনও বা সবারও।
ঘুম ভাঙ্গানি হেডফোন আজ দারোয়ান
বলছে স্বপ্ন নেমে আয় খুব কাছে।


বিয়ার গ্লাসে ডুব দেওয়া সুখি-গৃহকোণ
নেমপ্লেটেতে ব্লাউজ খোলা দৃষ্টিতে
কলরবে করে স্নান। আর দেয় বিকেল
টুইটার বা ভাইবার-এ ফটো আপলোড।
এর পরেও নিউজ পেপার, খবরে
জগতটাকে গাছে তুলে মই কাড়ে।


তোমার-আমার , আমার-তোমার সবই তাই
কথার ফাঁসে আটকে রয়েছে অধিকার
আঙ্গুল ফাঁকে জোনাকি আর
জানলা কাঁচে দৃষ্টিজল
বলছে ডেকে স্বপ্ন দেখার রাত আছে।